ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় কারাগারে দাঙ্গায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, ফেব্রুয়ারি ১১, ২০১৬
মেক্সিকোয় কারাগারে দাঙ্গায় নিহত ৫০

ঢাকা: মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের মনতেরি শহরে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মনতেরির তোপো সিকো কারাগারে এ দাঙ্গা বাঁধে। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ক’দিন পরই মেক্সিকোর সর্বোত্তরের একটি কারাগার পরিদর্শনে যাওয়ার কথা পোপ ফ্রান্সিসের। তার ওই সফরের আগে এই দাঙ্গা বাঁধলো।

সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় ভোরে দাঙ্গার সূত্রপাত হয়। এতে অন্তত ৫০ জন নিহত হয়। দাঙ্গার সুযোগে পালিয়ে যায় অনেক বন্দি।

দাঙ্গার খবর দেওয়ার আগে সংবাদমাধ্যম ওই কারাগারের একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সুযোগে দাঙ্গা বাঁধায় কিছু কয়েদি।
 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬/আপডেট ১৯১২ ঘণ্টা
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।