ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জিকার ভ্যাক্সিন মিলবে ১৮ মাস পর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জিকার ভ্যাক্সিন মিলবে ১৮ মাস পর ছবি: সংগৃহীত

ঢাকা: হঠাৎ করেই ল্যাটিন আমেরিকায় মহামারীর রূপধারণ করা জিকা ভাইরাসের ভ্যাক্সিন আসতে আরও অন্তত ১৮ মাস অপেক্ষা করতে হবে। তবে গণহারে ব্যবহারের জন্য আরও সময় প্রয়োজন।

১৮ মাস পর যে ভ্যাক্সিনটা আসবে, তা আসলে পরীক্ষামূলক ব্যবহারের জন্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে ডব্লিউএইচও।

এদিকে, দিনদিনই জিকার প্রকোপ বেড়ে চলেছে। অস্ট্রেলিয়ায় এরই মধ্যে দুই অন্তঃসত্ত্বার দেহে মশাবাহিত এ ভাইরাসটি পাওয়া গেছে। ভেনিজুয়েলায় জিকায় আক্রান্ত হয়ে স্নায়ুজটিলতায় প্রাণ গেছে তিনজনের।

ব্রাজিলে চার হাজারেরও বেশি নবজাতক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত বলে ধরা পড়েছে। অপরিণত মস্তিষ্কের এ রোগের সঙ্গে জিকার কোনো না কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি এখনও প্রমাণিত নয়। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, হন্ডুরাস, প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে জিকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।