ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আঙ্কারায় বোমা হামলায় ২৮ জন নিহতের ঘটনায় অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আঙ্কারায় বোমা হামলায় ২৮ জন নিহতের ঘটনায় অভিযোগ গঠন ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহতের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে দেশটির আদালত। ওই মামলায় অন্য সাতজনকে মুক্তি দেওয়া হয়।



সোমবার (২২ ফেব্রুয়ারি) আদালতের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানী আঙ্কারায় সামরিক বাহানীর সৈন্যদের বহন করা একটি কারকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ২৮ জন নিহত হন।

এ হামলার দায় স্বীকার করে তুর্কিভিত্তিক কুর্দি জঙ্গি সংগঠন। তবে তুর্কি সরকার বলছে, হামলাটি চালিয়েছে মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি মিলিশিয়া গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।