ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্যালেন্টাইন ডে’র সমালোচনায় পাক প্রেসিডেন্ট

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভ্যালেন্টাইন ডে’র সমালোচনায় পাক প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ‘‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’র সংস্কৃতির সঙ্গে ইসলাম এবং পাকিস্তানি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই; তাই সেটি পরিত্যাগ করা উচিৎ,’’ এভাবেই বিশ্ব ভালোবাসা দিবসের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাজনুন হুসাইন।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।



দেশটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাজনুন হুসাইন বলেন, ‘এটা পশ্চিমা ঐতিহ্য, এর সঙ্গে মুসলিম সংস্কৃতির সাংঘর্ষিক। ’

তার বক্তব্যের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভ্যালেন্টাইনস ডে উদযাপন বন্ধ ঘোষণা করা হয়েছে।

যদিও পাকিস্তানের ‍অধিকাংশ শহরেই ভালোবাসা দিবস উদযাপন করা হয় মহাসমারোহে।

কিন্তু বিভিন্ন কয়েকটি ধর্মভিত্তিক গোষ্ঠীর এর ‍বিরুদ্ধে নানা প্রচারণা চালিয়ে আসছে।

স্থানীয় পুলিশ জানায়, চলতি সপ্তাহে খাইবার প‍াখতুনখাওয়ার প্রদেশে কোহাতে স্থানীয় সরকার ভালোবাসা দিবসের কার্ড ও বিভিন্ন আইটেম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে।

এছাড়া পেশোয়ারের স্থানীয় কাউন্সিল দিনটিকে ‘ইউজলেস’ ডে বলে তা উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছেন কর্মকর্তারা।

কোহাতের জেলা প্রশাসক মৌলানা নিয়াজ মাহমুদ বলেন, ভ্যালেন্টাইন ডে’র আইনি কোনো ভিত্তি নেই, দ্বিতীয়ত তা আমাদের ধর্মের বিরুদ্ধে তাই এটি নিষিদ্ধ করা হয়েছে।
‘কার্ড ও ফুল আদান-প্রদান খারাপ বিষয় না হলেও একটি নির্দিষ্ট দিনে এটি করাটা ঠিক নয়। এটি অশ্লীলতাকে উস্কে দেয়। ’
 
২০১৩ সালে মানবাধিকার কর্মী সাবিন মাহমুদ ভ্যালেন্টাইন ডে উদযাপনের জন্য একটি প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু হুমকির মধ্যে পালিয়ে যেতে বাধ্য হন তিনি।

পরে ২০১৫ সালে গুলি করে হত্যা করা হয় এই নারী মানবাধিকার কর্মীকে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।