ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের স্থাপনায় তুরস্কের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের স্থাপনায় তুরস্কের গোলাবর্ষণ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহী সমর্থিত যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনাবাহিনী।

দ্বিতীয় দিনের মতো রোববার (১৪ ফেব্রুয়ারি) মর্টার থেকে এ গোলা ছোঁড়া হয়।

গোলার আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, হামলার আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) তুরস্কের পক্ষ থেকে সিরিয়ান কুর্দি বাহিনী ওয়াইপিজিকে অবস্থান ছেড়ে যেতে বলা হয়। ওই বাহিনী আলেপ্পোসহ বেশ কিছু এলাকা দখলে রেখেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গোলার আঘাত সিরিয়ায় কুর্দি-সমর্থিত বাহিনীর বিমান ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় লেগেছে। এই হামলায় হতাহতের খবর পুরোপুরি জানা যায়নি।

এর আগে শনিবারও তুরস্কের সেনাবাহিনী কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।