ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডদল ভিওলা বিচের ৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডদল ভিওলা বিচের ৫ সদস্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সুইডেনে এক সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ পপ ব্যান্ডদল ভিওলা বিচের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সুইডেনের স্টকহোমে ই-ফোর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।



স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ব্যান্ডদলটির গাড়ি সড়কের ব্যারিয়ার ভেঙে পাশের সোদারতালয়ে খালে ৮০ ফুট গভীরে পড়ে যায়।

নিহতদের মধ্যে একজন ব্যান্ডদলটির ম্যানেজার। বাকি চারজন দলটির সদস্য। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে গাড়ি ও মরদেহগুলো উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বাংরাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।