ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতির মৃত্যু

ঢাকা: মার্কিন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিদের একজন, অ্যান্টন স্ক্যালিয়া মারা গেছেন।

মার্কিন মার্শালস সার্ভিস জানিয়েছে, বিচারপতি স্ক্যালিয়া ওয়েস্ট টেক্সাসে এক শিকারাভিযানে অংশ নিচ্ছিলেন।

স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি ঘুমের মধ্যেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

১৯৩৬ সালে নিউজার্সির ট্রেনটনে জন্মগ্রহণ করা স্ক্যালিয়াই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ইতালিয়-আমেরিকান বিচারপতি।

অ্যান্টন স্ক্যালিয়াকে ১৯৮৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান নিয়োগ দিয়েছিলেন। তারপর থেকে এতোদিন হাইকোর্টের বেঞ্চে রক্ষণশীলরা ৫-৪ এ সংখ্যাগরিষ্ঠ ছিলেন। রক্ষণশীল এই বিচারপতিরাই সম্প্রতি ওবামা প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও অভিবাসন পরিকল্পনা স্থগিত করে দেন।

এদিকে, বিচারপতি স্ক্যালিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ওবামা বলেছেন, প্রায় ৩০ বছর ধরে তিনি হাইকোর্টের বেঞ্চে দেশের জন্য কাজ করে গেছেন। বিচার প্রক্রিয়ায় তিনি ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ।

শোক প্রকাশের পাশাপাশি অচিরেই নতুন বিচারপতির নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানরা এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।