ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক ইন ইন্ডিয়া উইক-এর মঞ্চে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
মেক ইন ইন্ডিয়া উইক-এর মঞ্চে অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ‘মেক ইন ইন্ডিয়া উইক’-এর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠান মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

খবরে বলা হয়, অনুষ্ঠান মঞ্চের পুরোটাই আগুন গ্রাস করে নিয়েছে। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছেন। ঘটনার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস ও প্রশাসক সি বিদ্যাসাগর রাও উপস্থিত ছিলেন। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারের উৎপাদনশীলতা জনগণের সামনে তুলে ধরতে শনিবার (১৩ ফেব্রুয়ারি) ‘মেক ইন ইন্ডিয়া উইক’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।