ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ার আকাশে মার্কিন ফাইটার প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
দ. কোরিয়ার আকাশে মার্কিন ফাইটার প্লেন ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার আকাশে চক্কর দিচ্ছে চারটি মার্কিন এফ-২২ ফাইটার প্লেন।

প্লেন চারটির চক্কর দেওয়ার খবরটি বুধবার (১৭ ফেব্রুয়ারি) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান উত্তেজনার মধ্যে শক্তি দেখাতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল বলে জানানো হয়েছে খবরে।

এর আগে, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণার পর গত ১০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার আকাশে বি-৫২ যুদ্ধবিমান উড়ায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএইচ

** পিয়ংইয়ংকে শক্তি দেখাতে দ. কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।