ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ফিলিপাইনে বোমা হামলায় নিহত ৪

ঢাকা: ফিলিপাইনের মাগুইন্দানাও প্রদেশে এক বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাগুইন্দানাওয়ের বারাঙ্গে সালবু এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



খবরে বলা হয়, রাস্তায় পুঁতে রাখা বোমার আঘাতে একটি ভ্যান উড়ে গেলে ওই চারজন নিহত হন। বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটাররা (বিআইএফএফ) এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

নিহতরা হলেন, অ্যালেক্স আলাপ গ্যানয়, কেন-কেন মাকাবাঙ্গেন, কালয় মাকাবাঙ্গেন ও তার ছেলে।

এছাড়া ওই ভ্যানের বেনজার ও আগাবাই মাবাবাঙ্গেন নামের অপর দুই আরোহী এ হামলায় আহত হয়েছেন।

এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।