ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালির জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালির জীবনাবসান বুট্রোস বুট্রোস ঘালি / ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট রাফায়েল দারিও রামিরেজ সংবাদমাধ্যমকে জানান, মেরুদন্ডের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মিশরের নাগরিক বুট্রোস বুট্রোস ঘালি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তার সময়ে রুয়ান্ডার গণহত্যা ও নব্বইয়ের দশকে অ্যাঙ্গোলার গৃহযুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিয়ে নানা সময় সমালোচনা হয়েছে।  

এদিকে তার মৃত্যুতে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক মিনিট নীরবতা পালন করেছে।

এদিকে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব শেষে বুট্রোস ঘালি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ফরাসি ভাষাভাষি জাতিগুলোর একটি সংগঠনের দায়িত্বে ছিলেন।

পরে মিশরের মানবাধিকার পরিষদেরও প্রধান হয়েছিলেন তিনি। গণতান্ত্রিক সংস্কারের জন্য আরব দেশগুলোর ওপর পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপের মুখে এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারক।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।