ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প ছবি: সংগৃহীত

ঢাকা: তাইওয়ানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট) দেশটির তাইতুয়ং শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৭তলা একটি ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এতে ভবনটির নিচে বহু মানুষ চাপা পড়ে।

ওই ঘটনায় শেষ খবর পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১১৪ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।