ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাজার থেকে প্রায় চার লাখ গাড়ি ফেরত নেবে মিৎসুবিশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বাজার থেকে প্রায় চার লাখ গাড়ি ফেরত নেবে মিৎসুবিশি

ঢাকা: গাড়ির ইন্ডিকেটর সুইচে ত্রুটি থাকায় দেশীয় বাজার থেকে প্রায় চার লাখ গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান মিৎসুবিশি মোটর্স কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।



ঘোষণায় মিৎসুবিশি জানায়, জাপানের বাজারে ছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সালের মধ্যে প্রস্তুত আউটল্যান্ডার, গ্যালান্ট ও পাজেরোসহ বেশ কয়েকটি মডেলের গাড়িতে ডানদিক নির্দেশক ইন্ডিকেটরের সুইচটি ঠিকভাবে স্থাপন করা সম্ভব হয়নি। এ ধরনের ত্রুটিযুক্ত ৩ লাখ ৭০ হাজার গাড়ি ফেরত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।