ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ জোটে থাকা নিয়ে ব্রিটেনের গণভোট জুনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ইইউ জোটে থাকা নিয়ে ব্রিটেনের গণভোট জুনে ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটে ব্রিটেনের সদস্যপদ বহাল রাখার প্রশ্নে আগামী জুনে গণভোট হবে। ২৩ জুন অনুষ্ঠেয় ওই গণভোট ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে।



শনিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে এ ঘোষণা দেন। তিনি বলেন, এই গণভোট ‘আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে’।

‘পুনর্গঠিত’ ইইউতে থাকার ব্যাপারে নিজের অবস্থানের কথা জানিয়ে ক্যামেরন বলেন, আমি আমার মতামতের পক্ষে প্রচারণা চালাবো।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কিছু মন্ত্রী ইইউতে থাকার ব্যাপারেই ইতোমধ্যে অবস্থান জানাচ্ছেন। আর কিছু মন্ত্রী অবস্থান প্রকাশ করছেন ডেভিড ক্যামেরনের বিপক্ষে।

ক্যামেরন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসাটা ‘অন্ধকারে ঝাপ’ দেওয়ার শামিল হবে। তাই আমি জনগণের কাছে ইইউতে থাকার ব্যাপারে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইইউ জোটে সদস্যপদ রাখার প্রশ্নে ব্রিটেনের রাজনীতিকদের মধ্যে বহুকাল ধরে বিতর্ক চলে আসছে। বিশেষত বিরোধী দলের অনেক রাজনীতিকের পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিরই একটি প্রভাবশালী অংশ ইইউ’র সঙ্গে সম্পর্কের ঘোরবিরোধী।

এই রাজনীতিকরা মনে করেন, ইউরোপীয় ইউনিয়নে থেকে কয়েক দশকে ব্রিটেন তাদের বহু ক্ষমতা জোটের ওপর ছেড়ে দিয়েছে। এ কারণে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

তারা চান, ব্রিটেন হয় জোটে খোয়ানো ক্ষমতা ফিরিয়ে আনুক, নতুবা জোটই ছেড়ে বেরিয়ে যাক।

মূলত ক্ষমতাসীনদের এই অংশের চাপেই ক্যামেরন গণভোট আহ্বান করতে বাধ্য হলেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ