ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশিগানে উপর্যুপরি গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মিশিগানে উপর্যুপরি গুলিতে নিহত ৬ ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজু কাউন্টিতে দুর্বৃত্তের উপর্যুপরি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।



শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর।

কালামাজু কাউন্টি শেরিফ পল ম্যাতিয়াস বলেন, সন্দেহভাজন এক বন্দুকধারী আনুমানিক ৫০ বছর বয়সী শেতাঙ্গ। তিনি একটি গাঢ় নীল বা রূপালি গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীরা তিনটি গাড়ি থেকে তিন জায়গায় গুলি চালান। ধারণা করছি, গাড়ি চালাতে চালাতেই তারা গুলি চালান।

পল জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় একটি অ্যাপার্টমেন্টের এক নারীর শরীরে কয়েকটি গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার তিন ঘণ্টা পর এক কার ডিলারের কাছ থেকে ফোনকল পায় পুলিশ। সেখানে দু’জনকে মারাত্মক আহত ও একজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।

‘এরপর স্থানীয় ক্র্যাকার ব্যারেল রেস্টুরেন্টের পার্কিং লটে চারজন নিহত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ’

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুই মাইল দূরে এক বন্দুকধারী হামলায় ব্যবহৃত গাড়িটি ছেড়ে গেছেন। বাকি দুই গাড়ি ও বন্দুকধারীদের নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস

** মিশিগানে দুর্বৃত্তের গুলিতে নিহত ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।