ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে অন্নপূর্ণা পর্বতে ভূমিধসে নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
নেপালে অন্নপূর্ণা পর্বতে ভূমিধসে নিখোঁজ ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে অন্নপূর্ণা পর্বতের দক্ষিণ বেজে ভূমিধসে পাঁচজন নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নেপালের পশ্চিমাঞ্চলে মিয়াগদি জেলার নারচ্যাং ভিডিসি-১ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।



নিখোঁজরা হলেন- নারচ্যাং-৫ এর তাক বাহাদুর থাজালি, শের বাহাদুর থাজালি, দিল বাহাদুর থাজালি, নারচ্যাং-৬ এর হুকুম পুন ও নারচ্যাং-৪ এর তার বাহাদুর ফাগামি। তারা সোমবার বিকেলে ওই অঞ্চলে বাঁশ সংগ্রহে যান।

ডেপুটি সুপারেনটেনডেন্ট অব পুলিশ বিশ্বরাজ খাড়কা জানান, নিখোঁজ অঞ্চলে রাস্তা না থাকায় উদ্ধারকর্মীরা এখনও পৌঁছাতে পারেননি।

বাংলাদেশে সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।