ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলাচেষ্টা, ৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলাচেষ্টা, ৪ জঙ্গি নিহত

ঢাকা: আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ভারতীয় কনস্যুলেটে হামলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। তবে তাদের প্রতিহত করেছে স্থানীয় ও ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এসময় চার জঙ্গি নিহত ও ছয়জন আহত হয়েছে।

বুধবার (২ মার্চ) নাঙ্গারহারের জালালাবাদে আত্মঘাতী বোমা নিয়ে এ হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগ্যানির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, জঙ্গিরা প্রথমে কনস্যুলেটের বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই গাড়িটিসহ আশপাশের আরও অন্তত আটটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এরপর ঘটনাস্থলে বিস্ফোরণ ও গুলি নিক্ষেপের শব্দ পাওয়া যায়।

আতাউল্লাহ খুগ্যানি বলেন, জঙ্গিরা ভারতীয় কনস্যুলেট টার্গেট করেছিল। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী তাদের টার্গেটে পৌঁছানোর আগেই প্রতিহত করে। এতে চার জঙ্গি নিহত হয়।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ সংবাদমাধ্যমকে জানান, হামলায় দূতাবাসের কোনো কর্মীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ছয়জন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।