ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
চীনে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের চংকিং এলাকায় মহাসড়কে গাড়ির ধাক্কায় ২ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩ জন।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, শুক্রবার মহাসড়কে একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা দেয়। এতে ওই গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলেই মারা যান দুইজন, আহত হয়েছেন আরও ১৩ জন।

কর্ত‍ৃপক্ষ বলছে, এ ঘটনায় মহামড়কে ৩৮টি যানবাহন এলামেলোভাবে স্তুপের মতো পড়ে আছে। ওই সড়কে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।