ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে ‘গ্রিনজোন’-এ বিমান হামলা চালাবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
যুদ্ধবিরতিতে ‘গ্রিনজোন’-এ বিমান হামলা চালাবে না রাশিয়া

ঢাকা: সিরিয়ায় যুদ্ধবিরতি চলাকালে ‘গ্রিনজোন’-এ বিমান হামলা পরিচালনা করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতিতে স্বাক্ষর করা সশস্ত্র দলগুলোর অবস্থান যেসব এলাকায়, সেগুলোকেই ‘গ্রিনজোন’ বলে অভিহিত করা হচ্ছে।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার উর্ধ্বতন এক সামরিক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, একইদিন স্থানীয় সময় রাত ১০টায় সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। লড়াইরত প্রায় একশ’ বিরোধী গোষ্ঠী এ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। এর পরপরই ‘গ্রিনজোন’-এ বিমান হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় রাশিয়া।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে দমনে গত বছরের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। একই বছরের ৪ অক্টোবর থেকে এ হামলা জোরদারের ঘোষণা দেয় মস্কো।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/আরএইচ


** সিরিয়ায় ‘সাময়িক’ যুদ্ধবিরতি শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।