ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। এমনকি অনাকাঙ্খিত সংকটও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট জি-টোয়েন্টার (জি২০) অর্থমন্ত্রীরা।



চীনের শাংহাইয়ে দু’দিনব্যাপী সম্মেলনের শেষে এক যৌথ বিবৃতিতে তারা এ মত প্রকাশ করলেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ সম্মেলন শুরু হয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত জি-২০ এর সদস্য সংখ্যা ২০। এরা হলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এ জোটে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিত্ব করে থাকে।

ইইউ-এ যুক্তরাজ্য থাকবে কি না, সে ব্যাপারে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য গণভোটে সিদ্ধান্ত নেবেন দেশটির জনগণ। তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার সরকার চাইছেন, এ জোট থেকে বেরিয়ে যেতে।

সম্মেলনে ইইউ-এ যুক্তরাজ্যের থাকা, না থাকার বিষয়টি ব্যাপক গুরুত্ব পায় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর জর্জ অসবর্ন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।