ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার কয়লাখনিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
রাশিয়ার কয়লাখনিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার উত্তরাঞ্চলীয় কোমি এলাকায় ভরকুতগল কয়লাখনিতে তৃতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ খনিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।



মিথেন গ্যাস লিকেজে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুই দফায় বিস্ফোরণ হয় খনিটিতে। এরপর রোববার (২৮ ফেব্রুয়ারি) তৃতীয় দফায় বিস্ফোরণ ঘটে এখানে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রথম দুই দফার বিস্ফোরণে চার খনিকর্মী নিহত হন। আহত হন পাঁচজন। আর ভূগর্ভে আটকা পড়েন ২৬ জন। তাদের উদ্ধারে ঘটনার পর থেকেই কাজ করছিলেন উদ্ধারকারীরা। রোববারের বিস্ফোরণে পাঁচ উদ্ধারকর্মী ও এক খনিকর্মী নিহত হন।

এর পরপরই আটকা পড়া ২৬ কর্মীও নিহত হয়েছেন বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিস্ফোরণের সময় খনিটিতে ১১০ জন কর্মী ভূগর্ভে অবস্থান করছিলেন। এদের মধ্যে ৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএইচএস/আরএইচ

** রাশিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ৫ উদ্ধারকর্মী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।