ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ৩০

ঢাকা: সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বেই প্রদেশের একটি ব্যস্ত মোড় এবং সংলগ্ন একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। দেশটির সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।



রোববার (ফেব্রুয়ারি ২৮) বাইদোয়া শহরে এই জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় ত্রিশ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৬১ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বেই অঞ্চলের গভর্নর আব্দরাশিদ আব্দুলাহি।

বাইদোয়া শহরটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী রাস্তার মোড়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পরই রেস্টুরেন্টে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি।

এসব হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক মুখপাত্র শেখ আবদাইসিস আবু মুসাব বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তা এবং বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। ’

গত শুক্রবারও রাজধানী মোগাদিসুতে আল শাবাবের চালানো অপর এক গাড়ি বোমা হামলায় প্রাণ হারায় ১৪ জন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।