ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ঢাকা: উপসাগরীয় রাষ্ট্র ওমানে মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। উত্তরাঞ্চলীয় নগরী ফাহুদ ও ইবরির মধ্যবর্তী সড়কে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও ১৪ জন।

একটি গোল চত্বরের মুখে বাস, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত ওমান নিউজ এজেন্সি।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওমান পুলিশের একজন মুখপাত্র।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন ওমানের, ৪ জন সৌদি আরবের, দুই জন পাকিস্তানের এবং একজন ইয়েমেনের নাগরিক। অপর ৫ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।