ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন

ঢাকা: পরিবারে নারীর ওপর নির্যাতন বন্ধে আইন করেছে চীন। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দেশটিতে নিজের পরিবারে নারীদের নির্যাতনের শিকার হওয়াকে ঘরোয়া ব্যাপার হিসেবেই দেখা হয়।

তবে নতুন এই আইনের প্রয়োগের মাধ্যমে চীনে পারিবারিক সহিংসতার হার কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

অল চায়না উমেনস ফেডারশনের হিসাব অনুযায়ী চীনের বিবাহিত নারীদের ২৫ শতাংশই গৃহ নির্যাতনের শিকার। তবে পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত হিসাব আরও বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা বাইরে প্রকাশ পায় না।

সরকারি ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে চীনে সব ধরনের পারিবারিক সহিংসতা নিষিদ্ধ। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে অভিযোগের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে।

তবে সমালোচকরা বলছেন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে শুধু এই আইনই যথেষ্ট নয়। কারণ নতুন আইনে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি।

আইন অনুযায়ী, নারীদের ওপর পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে হস্তক্ষেপ করতে হবে। এছাড়া নির্যাতনের শিকার নারীর চিকিৎসার ব্যাপারেও সাহায্য করতে হবে পুলিশকে।

এই আইন একই সঙ্গে বিবাহিত এবং লিভ টুগেদার করা দম্পতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।