ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় বিমানবন্দরে বোমা বিস্ফোরণে আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
সোমালিয়ায় বিমানবন্দরে বোমা বিস্ফোরণে আহত ৬

ঢাকা: সোমালিয়ার একটি বিমানবন্দরে ল্যাপটপ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির না হলেও আহত হয়েছেন ৬ জন।



সোমবার (০৭ মার্চ) দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সোমালিয়ার মোগাদিশু থেকে ৩২৫ কিলোমিটার দূরে বেলেদওয়ানি নামক স্থানে অবস্থিত একটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে সম্প্রতি ঠিক একই জায়গায় যাত্রীবাহী প্লেন উড্ডয়নের সময় এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনার দ্বায় স্বীকার করেছিল আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।