ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত ১৫০

ঢাকা: সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় দেশটির চরমপন্থী ইসলামি গোষ্ঠী আল-শাহাবের ১৫০ সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার (০৭ মার্চ) দিনগত মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো এ তথ্য জানায়।



পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, আল-শাহাব জঙ্গি গোষ্ঠীর ওপর অপারেশন সফল হয়েছে। তারা সোমালিয়ায় মার্কিন ও আফ্রিকান ইউনিয়ন বাহিনী ওপর বড় ধরনের হামালার পরিকল্পনা করেছিলো।

পেন্টাগন জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১২০ মাইল উত্তরে আল শাবাবের একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে গোটা সপ্তাহ জুড়ে ড্রোন হামলা চালিয়ে এই অপারেশন সফল করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬/আপডেট: ০১২৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।