ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে

ঢাকা: গত দুই দশকে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে। ১৯৯৫ সালের পর কর্মক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণের পার্থক্য কমেছে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।



মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএলও একটি বৈশ্বিক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের ১৭৮টি দেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার, কর্মপরিবেশসহ নানা তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতেই এসব তথ্য জানানো হয়েছে।

আইএলও’র প্রধান গাই রাইডার বলেছেন, এ তথ্যের ফলে প্রমাণ মিলল, নারীরা এখনো উপযুক্ত কাজ খুঁজে পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। ১৯৯৫ সালে এ পার্থক্য ছিল ২৪ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০ বছরে এ পার্থক্য কমেছে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।