ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ নিহত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (০৯ মার্চ) দেশটির পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



খবরে বলে হয়, মোগাদিসুতে পুলিশের একটি ভবনের কাছে অবস্থিত চায়ের দোকানের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা তিন পুলিশ সদস্য নিহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠনের দায় স্বীকার করে নেওয়া হয়নি। কর্তৃপক্ষও কাউকে সন্দেহ করছে বলে জানায়নি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।