ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মার্চ ৯, ২০১৬
আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে বুধবার (০৯ মার্চ) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



খবরে জানানো হয়, বুধবার আরব আমিরাতজুড়ে কোথাও ভারী, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের কারণে আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

আবুধাবিতে স্থানীয় সময় ভোর ৫টা থেকেই আবহাওয়া আরো খারাপ হতে শুরু করে। আর খলিফা শহর ও এর আশেপাশের এলাকায় ভোর ৪টা থেকে বৃষ্টিপাত বাড়তে থাকে।

এদিকে, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুবাইজুড়ে স্কুলগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।