ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬৭ কুর্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬৭ কুর্দি নিহত

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি স্থাপনায় তুর্কি বিমান হামলায় ৬৭ জন নিহত হয়েছেন।

বুধবার (০৯ মার্চ) এসব হামলা চালানো হয় বলে শনিবার (১২ মার্চ) তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে কান্দিল, মেতিনা, হাফতানিন ও বাসিয়ান এলাকায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা ঘাঁটি গেঁড়েছিল। তুর্কি জেটগুলো এসব এলাকায় তাদের স্থাপনা ও অস্ত্রের মজুত লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।