ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে তুষারধসে ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ইতালিতে তুষারধসে ছয়জনের মৃত্যু

ঢাকা: আল্পস পর্বতমালার ইতালিয়ান অংশে তুষারধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মার্চ) এ ধসের ঘটনা ঘটে বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



খবরে জানানো হয়, অস্ট্রিয়ার সঙ্গে সীমান্তবর্তী আল্পস পর্বতমালার ইতালিয়ান অংশে মন্টে নেভোসো এলাকায় পাহাড়ে চড়ার সময় তুষারধসের কবলে পড়েন বেশ কয়েকজন পর্বতারোহী। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

উদ্ধার অভিযান চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইতালির আলপাইন উদ্ধার বিভাগ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।