ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনি ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
পাকিস্তানে কয়লা খনি ধসে নিহত ৮ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ শ্রমিক।

তাদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) এ তথ্য জানিয়াছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, শনিবার (১৩ মার্চ) বিকেলে দেশটির ওরাকজাই উপজাতীয় অঞ্চলে খনি ধসের এ ঘটনা ঘটে। এতে ২৯ শ্রমিককে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।

ভারী বর্ষণের কারণে খনি ধসের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এছাড়া ভারী বর্ষণের ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দু’দিনে ভবন ও দেয়াল ধসে আরো ৭ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।