ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আঙ্কারায় বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আঙ্কারায় বিস্ফোরণে নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) আঙ্কারার মূলকেন্দ্র কিজিলায় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



ধারণা করা হচ্ছে, কোনো বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে ওই জায়গায়। তবে দেশটির একটি সংবাদমাধ্যম দাবি করেছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে বিস্ফোরণের মতো এমন আওয়াজ শোনা গেছে। অপর একটি সংবাদমাধ্যম বলছে, ওই এলাকায় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনা যাই ঘটে থাকুক, বিস্ফোরণের পর বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে গেছে। দমকল বাহিনী ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।