ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসে যোগ দিয়েছে ৩,৪১৭ জন রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএসে যোগ দিয়েছে ৩,৪১৭ জন রুশ নাগরিক ছবি: সংগৃহীত

ঢাকা: কয়েকদিন আগে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২২ হাজার সদস্যের তথ্য ফাঁস হওয়াকে কেন্দ্র করে বিশ্বময় তোলপাড় শুরু হয়। তখনই জানা যায়, সংগঠনটিতে বিপুল সংখ্যক বিদেশি জঙ্গি রয়েছে।

এর আগেও বহুবার আইএসে বিদেশি জঙ্গি থাকার বিষয়টি খবরের শিরোনাম হয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক রয়েছে, তার তথ্য দিতে পারেনি কোনো সরকারই।

তবে এবার সে হিসাবও বেরিয়ে আসতে শুরু করেছে। রাশিয়া এরই মধ্যে জানিয়েছে, জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগ দিতে তার তিন সহস্রাধিক নাগরিক দেশত্যাগ করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, আইএসের হয়ে লড়াই করতে এ পর্যন্ত দেশটির ৩ হাজার ৪১৭ জন নাগরিক দেশত্যাগ করেছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচ


** ২২ হাজার আইএস জঙ্গির তথ্য ফাঁস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।