ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
উ. কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়া দেশটির সাগরের উপকূল থেকে মধ্যম মাত্রার একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। শুক্রবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে এটি নিক্ষেপ করা হয়।



দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জনানো হয়।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিকচুন থেকে ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করা হয়। যা ৮০০ কিলোমিটার পূর্ব সাগরে (জাপানা সাগরে) গিয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।