ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১২৫ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
উত্তর প্রদেশে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১২৫ শিশু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলে দুপুরের খাবার খেয়ে (মিড-ডে মিল) অসুস্থ হয়ে পড়েছে ১২৫ শিশু।

শনিবার (১৯ মার্চ) উত্তর প্রদেশের বেলহারি এলাকায় অবস্থিত একটি স্কুলে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে বালাজি জানিয়েছেন, দুপুরের খাবারে ওই শিশুদের পুরি, চোলি ও খির পরিবেশন করা হয়। খাওয়ার পরপরই শিশুরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। বমির পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয় তাদের। দ্রুত তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, অসুস্থ শিশুদের সবাই এখন শঙ্কামুক্ত। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বেসিক শিক্ষা অধিকারী (বিএসএ) রাকেশ সিং জানিয়েছেন, শিশুদের পরিবেশিত পুরিতেই কোনো ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্কুলটির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত ও দুই বাবুর্চিকে চাকরিচ্যুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।