ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ভিয়েতনামে বিস্ফোরণে নিহত ৪

ঢাকা: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।



শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) দেশটির হা ডং জেলার ভান ফু আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

খবরে বলা হয়, এ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় চতুর্থজনের।

এছাড়া বিস্ফোরণের ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে এক মিটার গভীর ও চার বর্গমিটার আয়তনের একটি গর্তের সৃষ্টি হয়েছে। অনেকগুলো বাড়িঘরে এর প্রভাব পড়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এছাড়া একটি প্রাইভেটকারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে খবরে।

এদিকে, প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় দুই নাগরিক একটি অক্সিজেন গ্যাসের সিলিন্ডারে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।