ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে আত্মঘাতী হামলায় নিহতদের ২ জন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, মার্চ ২০, ২০১৬
ইস্তাম্বুলে আত্মঘাতী হামলায় নিহতদের ২ জন যুক্তরাষ্ট্রের ছবি : সংগৃহীত

ঢাকা: ইস্তাম্বুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত পাঁচজনের মধ্যে দু’জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।

বিস্ফোরণে পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হন বলে জানিয়েছে তুর্কির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুই মার্কিন নাগরিক ছাড়াও নিহতদের মধ্যে দু’জন তুর্কি নাগরিকও রয়েছেন। এর মধ্যে একজন আবার ৬০ বছরের বৃদ্ধা।

শনিবার (১৯ মার্চ) ইস্তাম্বুলের তাকসিন স্কয়ারের কাছে ইসতিকলাল সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

‌ইস্তাম্বুলের গভর্নর সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পাওয়া আলামতগুলো বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা।

তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৩৬ জনের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।

তুর্কি নিরাপত্তা বাহিনী জানায়, হামলাকারী আরো জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। নিহতদের একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি প্রশাসন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহ করলেও আইএসের হাত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।