ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলবেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আলবেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার রাজধানীর তিরানায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আট জন।

আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ মার্চ) একটি চলন্ত কার নিয়ন্ত্রণ হারিয়ে তিরানার ফোসি মিলোট মার্কেটের ভেতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে সোমবার (২১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

পুলিশ জানায়, কারটি চালনার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল না। ৫৮ বছর বয়সী শারীরিকভাবে অক্ষম (প্রতিবন্ধী) চালক কারটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। পরে কার চালককে আটক করে হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।