ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকার ৫ দেশে একযোগে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আফ্রিকার ৫ দেশে একযোগে ভোটগ্রহণ

ঢাকা: আফ্রিকার ৫টি দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০ মার্চকে ‘সুপার সানডে’ হিসেবেই দেখছেন আফ্রিকান পাঁচটি দেশের ভোটাররা।



দেশগুলো হচ্ছে-সেনেগাল, কঙ্গো, জানজিবার (তানজানিয়া), বেনিন ও নাইজার। সোমবার (২১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানানো হয়েছে।

খবরে বলা হয়, এই মহাদেশের পাঁচটি দেশে রাষ্ট্রপতিশাসিত থেকে সংসদীয় সরকার পদ্ধতিতে প্রত্যার্পনের জন্য একটি সংকটময় সময়ে এ নির্বাচন হচ্ছে। একই সঙ্গে প্রেসিডেন্টর সময়সীমা নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে কারচুপির অভিযোগ এনে দু’একটি দেশে নির্বাচন বর্জন করেছে বিরোধীদল।
বেনিন ও নাইজারে ভোট হবে প্রেসিডেন্সিয়াল সরকারের বিষয়ে। আর জানজিবারে (তানজানিয়া) পুন‍ঃনির্বাচন হচ্ছে, যা গত অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাতিল করা হয়েছিল।

দেশটিতে নির্বাচন পূর্ব সহিংসতার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। এবারও নাইজারে ক্ষমতাসীন প্রেসিডেন্টের ফের জেতার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।

অন্যদিকে সেনেগালে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হচ্ছে; যেখানে প্রেসিডেন্টের মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ৫ বছরে আগের বিষয়ে কথা-বার্তা চলছে।

এছাড়া নির্বাচনী সহিংসতা এড়াতে ভোটের আগের দিন থেকে কঙ্গোতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্ধ রয়েছে ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন চলাচলও।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।