ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বেনিনের প্রেসিডেন্ট হচ্ছেন প্যাট্রিস ট্যালোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বেনিনের প্রেসিডেন্ট হচ্ছেন প্যাট্রিস ট্যালোন ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়বারের মতো আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন ব্যবসায়ী প্যাট্রিস ট্যালোন।

সোমবার (২১ মার্চ) বেসরকারি ফলাফলে ট্যালোনের এগিয়ে থাকার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



খবরে বলা হয়, বিভিন্ন অঞ্চলের কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্যাট্রিস ট্যালোন। চূড়ান্তভাবে তারই জয়ের আভাস মিলছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী লিওনেল জিনসউ।

রোববার আফ্রিকা মহাদেশের অন্য চার দেশের মতো বেনিনেও নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন দেশটির ৪ দশমিক ৭ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যালোন বিদায়ী প্রেসিডেন্ট টমাস বনির স্থলাভিসিক্ত হবেন। টমাস বনি সর্বোচ্চ দুই থেকে পাঁচ বছরের মেয়াদে ক্ষমতায় থাকতে দেশের সংবিধান পরিবর্তনের জন্য গণভোট আহ্বান করেন। কিন্তু তাকে সে সমর্থন দেয়নি দেশটির জনগণ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।