ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুখোশ পরে ভয় দেখাতে গিয়ে প্রাণ গেল পাকিস্তানি বালকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
মুখোশ পরে ভয় দেখাতে গিয়ে প্রাণ গেল পাকিস্তানি বালকের

ঢাকা: পাকিস্তানের করাচিতে কাল্পনিক দৈত্যের মুখোশ পরে এক নিরাপত্তা কর্মীকে ভয় দেখানোয় প্রাণ দিতে হয়েছে ১১ বছর বয়সী এক বালককে।

সোমবার (২১ মার্চ) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



রোববার (২০ মার্চ) করাচিতে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক সদস্যকে মুখোশ পড়ে ভয় দেখায় ওই বালক। এর প্রত্যুত্তরে বালককে গুলি করে নিরাপত্তা কর্মী। এ ঘটনায় জড়িত ওই নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষোভ জানিয়েছে নিহত বালকটির পরিবার ও স্থানীয় জনগণ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।