ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসের দুই বিমানবন্দরেরই কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ব্রাসেলসের দুই বিমানবন্দরেরই কার্যক্রম স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আত্মঘাতী’ হামলার ঘটনাকে কেন্দ্র করে এই শহরের দু’টি বিমানবন্দরেরই কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আমেরিকান এয়ারলাইন্স ও এসএন ব্রাসেলস এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকে বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের আগে গুলির আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে কাউকে আরবি ভাষায় স্লোগান দিতেও শুনেছেন তারা।

এ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

বিস্ফোরণের ঘটনাটিকে কেন্দ্র করে প্রথমে ব্রাসেলস কর্তৃপক্ষ যাভেনতেম বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করে। পরে এক বিবৃতিতে এই শহরে অবস্থিত অপর আন্তর্জাতিক বিমানবন্দরটি, ব্রাসেলস সাউথ শারলেরই বিমানবন্দরের কার্যক্রমও স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করতে বলা হয় ওই বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।