ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসে সব ধরনের যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ব্রাসেলসে সব ধরনের যান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় বিস্ফোরণের পর মেট্রো স্টেশনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর দেশটিতে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্রাসেলসে ট্রাম, মেট্রো ও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউশনের সামনে মালবিক মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হাতহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।