ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাকার্তায় ট্রান্সপোর্ট অ্যাপসের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জাকার্তায় ট্রান্সপোর্ট অ্যাপসের বিরুদ্ধে বিক্ষোভ

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সড়কে ট্রান্সপোর্ট অ্যাপসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো ট্যাক্সি চালক। এ সময় শহরে তীব্র যানজট দেখা দেয়।



মঙ্গলবার (২২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

ট্যাক্সি চালকদের অভিযোগ, উবার ও গ্রাব নামে বিভিন্ন ট্রান্সপোর্ট অ্যাপসের ব্যবহারে তাদের বেতন কমে যাচ্ছে। তাই তারা এসব অ্যাপস বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভে নেমেছেন।

বিক্ষোভকারীরা জানান, আগে যেখানে তারা দিনে গাড়ি চালিয়ে ১০ ডলারের মতো উপার্জন করতেন, এখন তারা অনেক কম অর্থ উপার্জন করেন। এতে তাদের পরিবার পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।