ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলায়ও অংশ নিয়েছিল ব্রাসেলস হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
প্যারিস হামলায়ও অংশ নিয়েছিল ব্রাসেলস হামলাকারী ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাসেলস হামলায় সন্দেহভাজন পলাতক নাজিম লাচরাওই গত বছর নভেম্বরে প্যারিস হামলায়ও অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বেলজিয়ামের দাবি, প্যারিসে যেসব এলাকায় হামলা হয়েছিল, সেখান থেকে সংগৃহীত ডিএনএ নমুনার একটির সঙ্গে নাজিমের ডিএনএ নমুনা মিলে গেছে।



এদিকে, প্যারিস প্রসিকিউটর জানিয়েছেন, ব্রাসেলস হামলার সঙ্গে সংশ্লিষ্ট তিন সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। তারা প্যারিসে হামলার পরিকল্পনা করছিলেন।

এছাড়া, বেলজিয়ামের বিভিন্ন এলাকায় নয়জন ও জার্মানিতে দুইজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, পলাতক নাজিম লাচরাওই ছাড়া আরো একজন খুব সম্ভবত পলাতক রয়েছেন, যিনি ব্রাসেলস হামলার সঙ্গে সংশ্লিষ্ট।

এদিকে, ব্রাসেলস হামলায় হতাহতদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। ৪০টি দেশের নাগরিক এ হামলায় আক্রান্ত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন ডাচ নাগরিক রয়েছেন। এদের দু’জন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। একজন ব্রাইটনের নাগরিক আর একজন চীনা নাগরিকও রয়েছেন নিহতদের তালিকায়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।