ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আফগান পার্লামেন্ট ভবনে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কাবুলে আফগান পার্লামেন্ট ভবনে রকেট হামলা

ঢাকা: পশ্চিম কাবুলে আফগান পার্লামেন্ট ভবনের সামনে রকেট হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।



সোমবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের সংবাদসংস্থা সিনহুয়া।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, পার্লামেন্ট ভবন লক্ষ্য করে কে বা কারা পরপর তিনটি রকেট হামলা চালায়। এর মধ্যে একটি পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে আঘাত হানে।

রকেট হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিক সংবাদমাধ্যমকে জানান এক নিরাপত্তাকর্মী।

এদিকে এ ঘটনায় শেষ খবর পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তবে তালেবানদের এ ধরনের হামলার নজির রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএইচএস/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।