ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সামরিক অভিযান শেষ করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সামরিক অভিযান শেষ করছে ফ্রান্স

ঢাকা: চলতি বছরের শেষ নাগাদ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সামরিক অভিযান শেষ করছে ফ্রান্স। শান্তি-শৃঙ্খলা রক্ষার যে উদ্দেশ্যে সেনা মোতায়েন করা হয়েছিল তা অনেকটা পূরণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী।

 

বুধবার (৩০ মার্চ) তিনি বলেন, ২০১৬ সালের শেষ নাগাদ ‘অপারেশন সানগারিস’ সম্পন্ন করার নিশ্চয়তা দেওয়া যেতে পারে। সানগারিস সেনারা মধ্য আফ্রিকায় শান্তি পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন, যদিও ‘সব কাজ সম্পন্ন’ হয়নি।

জাতিগত সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনার সময় ২০১৩ সালের ডিসেম্বরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ‘অপারেশন সানগারিস’ শুরু করে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।