ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িংয়ের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িংয়ের

ঢাকা: চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এয়ারক্র্যাফ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং। খরচ কমিয়ে প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে টিকে থাকতে এবং এয়ারক্র্যাফ্টের চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার এ মাল্টিন্যাশনাল করপোরেশন।

 

কর্মী ছাঁটাইয়ের এ হার বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২ শতাংশ। এর আগে গত মাসে খরচ কমানোর ইঙ্গিত দেয় বোয়িং।

 

একইসঙ্গে ২০১৬ সালে অন্তত ২০টি কর্মাশিয়াল জেট কম সাপ্লাইয়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ৭৭৭ ও ৭৪৭ মডেলেরও উৎপাদন কমিয়ে আনবে তারা।

চলতি বছর এখন পর্যন্ত পুঁজিবাজারের বোয়িংয়ের শেয়ারের মূল্য কমেছে ৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।