ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া এক গণকবরে ৪২ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
সিরিয়া এক গণকবরে ৪২ মরদেহ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার পালমিরায় একটি গণকবরে ৪২ জন মানুষের মরদেহ খুঁজে পেয়েছে সেনাবাহিনী।

 

শনিবার (২ এপ্রিল) মধ্যাঞ্চলীয় প্রাচীন শহরটির একটি এলাকায় অভিযানে গিয়ে এ গণকবর খুঁজে পায় তারা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

সেনাবাহিনী দাবি করছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই লোকদের হত্যা করার পর পালমিরার ওই কবরটিতে পুঁতে রেখেছে।

তবে নিহতরা কোনো বিশেষ সম্প্রদায়ের বা গোষ্ঠীর কিনা সে বিষয়ে তৎক্ষণাৎ স্পষ্ট কিছু জানানো হয়নি।

অঞ্চল দখল নিয়ে সিরিয়ার সেনাবাহিনী, বিদ্রোহী ও আইএসের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে পালমিরায়। তবে, সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তারা আইএস ও বিদ্রোহীদের হটিয়ে পালমিরার সিংহভাগ দখলে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।